বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ (২৬মে, বৃহস্পতিবার) ১নম্বর চন্দ্রঘোনা ইউপি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। অত্র ইউনিয়নের ৫ নং ও ৮নং ওয়ার্ড দু' ইউপি প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। ফলে ৫ নং ওয়ার্ডে একমাত্র প্রতিদ্বন্ধী বর্তমান মেম্বার মোহাম্মদ মাইনুল হোসেন এবং ৮ নং ওয়ার্ডের একমাত্র প্রতিদ্বন্ধী বর্তমান মেম্বার আরশাদ আলী এরশাদ বিনাপ্রতিদ্বন্ধিতায় ইউপি সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার।
এছাড়া অত্র ইউনিয়নে হেভিয়েট দু' প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন মিলন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক জাতীয় দলের ফুটবলার বিপ্লব মারমা।
এছাড়া বাকি ৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচন কর্মকর্তা আরোও জানান, আগামীকাল (শুক্রবার) প্রতীক বরাদ্দ এবং আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। চন্দ্রঘোনা ১নম্বর ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ১ শত ৬০ জন। পুরুষ ভোটার ৫ হাজার ৪ শত ৮৮ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৬ শত ৭২ জন। প্রথমবারের মতো কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।