বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়া বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাতের মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান মোল্লার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে তারা আদালতে হাজিরা দিতে গেলে গোপালগঞ্জের কোটালীপাড়া আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায় তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের সঞ্চয়ী হিসেব থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করার অভিযোগ এনে অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম বাদী হয়ে গত ২৪ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হান্নান মোল্লা কে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি কোটালীপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করার পর আদালত বিবাদীদের প্রতি সমন জারি করে বুধবার ২৫ মে আদালতে হাজির হওয়ার দিন ধার্য করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৩ জুন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সভাপতি হান্নান মোল্লা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছাড়াই বিদ্যালয়ের জনতা ব্যাংক, কোটালীপাড়া শাখার সঞ্চয়ী হিসাব থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। আজ বৃহস্পতিবার বাদী পক্ষের আইনজীবী গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করে বলেন অভিভাবক সদস্য সিরাজুল ইসলামের দায়ের করা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।