Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়াইলের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা সমাপ্ত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৩৬ পিএম

নড়াইল জেলা সংবাদদাতা : গতকাল শনিবার দুপুর বারোটায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো নড়াইলের ৩ দিনের বিশ্ব এজতেমা। আধা ঘণ্টাব্যাপী আখেরী মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাত বাংলাদেশের আহলে সুরা মাওলানা মোশাররফ হোসেন। আখেরী মোনাজাত উপলক্ষে সকাল থেকে দলে দলে লোক আসতে শুরু করে মহিষখোলার ইজতেমা প্রাঙ্গণে।
বৃহস্পতিবার সকালে ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে নড়াইলে প্রথমবারের মতো শহরের মহিষখোলা এলাকার হাউজিং প্রকল্পের বালুর মাঠে বিশ্ব ইজতেমা শুরু হয়। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ হওয়া মুসল্লীরা অত্যন্ত খুশী। আগামী বছর আল্লাহর নৈকট্য পাবার জন্য আবারো ইজতেমার আহŸান জানিয়েছেন এলাকার সর্বস্তরের মুসলমানগণ। আখেরী মোনাজাতে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে আগামী দিনে পাপ ও গুনাহ থেকে দূরে থাকার জন্য তওবা করেন আগত মুসল্লীগণ। নড়াইলও আশপাশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ্র তাআলার সন্তুষ্টির উদ্দেশে প্রায় ২ লাখ মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। প্রথমবারের মতো নড়াইলের এই ইজতেমা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পালনের জন্য গত কয়েকদিন ধরে জেলা প্রশাসন, পুলিশ, নড়াইল পৌরসভাসহ শতাধিক সংস্থা ও সংগঠন কাজ করেছে। ইজতেমায় ৩ স্তরের নিরাপত্তা দিতে জেলার বাইরে থেকে পুলিশ আনা হয়েছিলো। নড়াইল জেলা ইজতেমা আয়োজনে অন্যতম সংগঠক নড়াইলের জিম্মাদার এড. আকিকুর রহমান বলেন, সর্বস্তরের মানুষের যে সহযোগিতা আমরা পেয়েছি তা অতুলনীয়। কোন বিশৃংখলা-অঘটন ছাড়া আল্লাহর অশেষ রহমতে আমরা সুন্দরভাবে ইজতেমা সফল করতে পেরেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ