বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও মুাড়াপাড়া এলাকায় বিএনপির সম্মেলনে ও নেতাকর্মীদের বাড়িতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা ও নারকীয় তান্ডবের অভিযোগ এনে বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলা বিএনপি।
গতকাল বুধবার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল আলমের কার্যালয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেন জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপি শেষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, রূপগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির সম্মেলন ও বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালায়। বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করে এবং মারাত্মকভাবে জখম। শুধু তাই নয় জেলা যুবদলের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক খোকনের বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও গুলিবর্ষণ করেন। আমরা এই বিষয়ে থানায় অভিযোগ করতে চাইলে থানায় কোনো অভিযোগ গ্রহণ করেনি।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমাদের সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। আমরা আজকে জেলা প্রশাসক ও এসপির কাছে ন্যায় বিচারের জন্য স্মারকলিপি প্রদান করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।