Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতাল সিলগালা, ৯ জনকে কারাগারে

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১২:০১ এএম

সিংগাইরে একটি বেসরকারি হাসপাতালে ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বেসরকারি একটি হাসপাতাল সিলগালা এবং ৯ জন অফিস স্টাফকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্নব এ রায় দেন। পরে আটক আসামিদের থানায় হস্তান্তর করলে বিকালে থানা পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
আটককৃতরা হলেন- উপজেলার জার্মিত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের সোহরাবের মেয়ে সুমি, বলধারা ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামের আয়নাল হকের মেয়ে শিল্পী, সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে ফাতেমা, তালেবপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে তানিয়া, রামনগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুল বাতেন, আঙ্গারিয়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে হামিদুর রহমান, দৌলতপুর উপজেলার বহড়াবাড়ী তালুকনগর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল করিম, উপজেলার আজিমপুর গ্রামের হালিম মীরের ছেলে মনির হোসেন, জার্মিত্তা চন্দন নগর গ্রামের কহিনুর ইসলামের ছেলে পারভীন আক্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ