বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের রামগতিতে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে ছালাউদ্দিন আরমান নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরআলগী ইউনিয়নের রামদয়াল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ছালাউদ্দিন আরমান উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার এলাকার নেজামুল হকের ছেলে।
কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ছালাউদ্দিন আরমান দীর্ঘদিন ধরে একই এলাকার কাইয়ুম কসাইয়ের স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করতেন।
এ বিষয়ে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। ঘটনার দিন অভিযুক্তকে হাতেনাতে ধরে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান তরপদারসহ পুলিশ সদস্য। সাজাপ্রাপ্ত যুবক এর আগে চুরির দায়ে বেশ কয়েকবার কারাগারে ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী বলেন, কিশোরীকে উত্ত্যক্তের দায়ে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।