বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে পাহাড়ি ছড়ার পানিতে ডুবে প্রাণ হারায় দুই শিশু। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার বিকেলে ছড়ায় গোসল করতে নেমে শিশু দুটি নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে যায়।
নিহতরা হলেন, পাথর টিলা এলাকার শিবচরণ উড়াংয়ের মেয়ে নিরালা উড়াং ও বাবুল উড়াংয়ের মেয়ে রিসিতা উড়াং। দুজনই মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ধনাবাউরী জানান, দুটি শিশুর লাশ ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্বার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে যান। মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাঁছার জানান, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।