বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এ ঘটনা নিশ্চিত করেন। গৃহবধূ বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেছে। অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ঐ গৃহবধূ ছাগলের জন্য বাড়ির পাশে পাট ক্ষেতে ঘাস আনতে যায়। এ সময় প্রতিবেশি হাশেম মোল্যার ছেলে মনির মোল্যা তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে মনির মোল্যা পালিয়ে যায়। গৃহবধূ গণমাধ্যমকে জানান, আমি ছাগলের জন্য ঘাস আনতে বাড়ির পাশে পাটক্ষেতে যাই। হঠাৎ মনির এসে আমাকে ঝাপটে ধরে আমাকে ধর্ষণের চেষ্টা চালায়। আমি চিৎকার দিলে প্রতিবেশিরা আমাকে উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন জানান, ভিকটিম নিজেই অভিযোগ দিয়েছে। ঘটনা পর মনির পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।