Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারকাদের হাত ধরে যাত্রা শুরু করল রিফ্লেকশন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:২৩ পিএম

বিনোদন ডেস্ক : এবার চিত্রনায়িকা নিঝুম রুবিনা রাজধানীর গুলশান নিকেতনে ‘রিফ্লেকশন’ নামে একটি বিউটি পার্লার চালু করলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নতুন এ পার্লারের উদ্বোধন অনুষ্ঠানে শুভ কামনা জানাতে আসেন চলচ্চিত্রের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ শোবিজ অঙ্গনের নানা মানুষ। চিত্রনায়িকা নিঝুম রুবিনা অনুষ্ঠানে বলেন, আমি খুবই আনন্দিত নিজের প্রতিষ্ঠান চালু করতে পেরে। দেশের নারীদের আন্তর্জাতিক মানের সৌন্দর্য চর্চায় অভ্যস্ত করার লক্ষ্যেই এ পার্লারটি খোলা হয়েছে। আমার সঙ্গে এ প্রতিষ্ঠানে আরো রয়েছেন সিনিয়র মেকআপ আর্টিস্ট মুনির। নতুন এ পার্লারটিতে ফেসিয়াল, মেকাপসহ সবধরনের সেবা পাওয়া যাবে। অনুষ্ঠানে নিঝুমকে শুভেচ্ছা জানাতে আসেন শারমীন লাকী, বিদ্যা সিনহা মিম, নিরব, শিপন, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, রফিক শিকদার, চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু, জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুল, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, চন্দন রায় চৌধুরীসহ আরো অনেকে। উল্লেখ্য, নিঝুম রুবিনা মিনহাজ অভির পরিচালনায় ‘মেঘকন্যা’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। এছাড়া তিনি সম্প্রতি নতুন দুটি সিনেমার কাজ শুরু করেছেন। একটি ‘অসমাপ্ত প্রেমের গল্প’ ও অন্যটি ‘জান রে’। দুটি সিনেমাই পরিচালনা করছেন রাহুল রওশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ