Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখোমুখি দুই আঙ্গুরি ভাবী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:২০ পিএম

দুনিয়াটা আসলেও ছোট। আর এমনটি তো ঘটতেই পারে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান বলে কথা। অ্যান্ডটিভির জনপ্রিয় কমেডি সিরিজ ‘ভাবী জি ঘর পার হ্যায়’-এর দুই আঙ্গুরি- অর্থাৎ সাবেক আর বর্তমান আঙ্গুরি ভাবী হঠাৎ অযাচিতভাবে সামনাসামনি হয়ে গিয়েছিলেন, অবশ্য তাতে কোনো অঘটন ঘটেনি।
সিরিজটির সাবেক অভিনেত্রী শিল্পা শিন্দে সংবাদ মাধ্যমের সঙ্গে যখন কথা বলছিলেন বর্তমান আঙ্গুরি শুভাঙ্গি আত্রেও সেখানে উপস্থিত হন।
তারা পরস্পরের দৃষ্টির সীমার মধ্যেই ছিলেন। তবে এর পরও তারা কোনো ধরনের শুভেচ্ছা বিনিময় করেননি।
সেখানে সিরিজের অন্য দুই প্রধান অভিনেতা রোহিতাশভ গৌড় এবং আসিফ শেখও ছিলেন। এ সময় তারা সাংবাদিকদের মুখোমুখি হন। তাদের সঙ্গে শিল্পার দেখা হয়েছে কী হয়নি জানতে চাইলে শুভাঙ্গির সঙ্গী রোহিতাশভ নাবাচক উত্তর দেন। শুভাঙ্গি একই প্রশ্নের একই উত্তর দেন এবং জানান তিনি (শিল্পা) সিরিজের অতীত আর তিনি নিজে হলেন বর্তমান আর ভবিষ্যৎ।
আসিফের সঙ্গে শিল্পার অবশ্য সেখানে দেখা হয় এবং শিল্পা আসিফকে বন্ধু বলে উল্লেখ করেন এবং জানান তাদের যোগাযোগ আছে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ