Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র ও গুলি উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:০১ পিএম

শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আবুল এহসান পিএসসি জানান, গতকাল শনিবার সকাল ৭টার দিকে মনাকষা বিওপির একটি টহল দল হাবিলদার হাফিজার রহমানের নেতৃত্বে দুর্লভপুর ইউনিয়নের বারোরশিয়া এলাকায় রাস্তার ওপর একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি অটোরিকশার যাত্রী বিজিবি চেকপোস্ট দেখে আনুমানিক ২০০ গজ দূরে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার, দুটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।   
ফ্রি মেডিকেল ক্যাম্প
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী স্থানীয় নাবিল ফাউন্ডেশন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও লাইফ লাইন ডায়াগনস্টিক-কনসালটেশনের সহযোগিতায় পুখুরিয়ার প্রধান কার্যালয় চত্বরে এ চিকিৎসা সেবা দেয়া হয়। উপজেলার কানসাট, শ্যামপুর ও মোবারকপুরের চার শতাধিক সুবিধা বঞ্চিতরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন নাবিল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম আলী হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. তড়িৎ কুমার সাহা, সাদিকুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ