Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলের জালে ২০ কেজির পাঙ্গাশ

গোয়ালন্দ (রাজবাড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২২, ১২:০২ এএম

পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে ছালাম প্রামাণিক জাল ফেলে বিশাল এক পাঙ্গাশ মাছ ধরে। মাছটির ওজন ২০ কেজি। মাছটি বিক্রি করেন ২৫ হাজার টাকায়।
গতকাল মঙ্গলবার ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে বিশাল এক পাঙ্গাশ মাছ শিকার করেন ছামাল হালদার। সকালে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত রওসনের আড়ৎতে নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে ১২শ’ ৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজান শেখ। পরে মাছটি ১৩শ’ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, বর্তমানে পদ্মা ও যমুনায় পানি কমতে থাকায় এখন প্রায়ই জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাপতির সুস্বাদু মাছ ধরা পড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ