প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লিজা’র নতুন দু’টি গান প্রকাশিত হয়েছে। গান দুটি হচ্ছে, ‘ফেরেনা হারানো দিনগুলো’ ও ‘কে তুমি এলে জীবনে’। প্রথম গানটির শুধুমাত্র অডিও প্রকাশতি হয়েছে একটি অ্যাপে। দ্বিতীয়টি ইউটিউবে। ‘ফেরেনা হারানো দিনগুলো’ লিখেছেন ও সুর করেছেন কবির সুমন। এতে লিজা গেয়েছেন আসিফ আকবরের সঙ্গে। ‘কে তুমি এলে জীবনে’ গানটি এসডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমার। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত করেছেন এবং লিজা’র সঙ্গে গেয়েছেন এসডি রুবেল। গানটির দৃশ্যায়নে অভিনয় করেছেন এসডি রুবেল ও ববি। লিজা বলেন, ‘দু’টি গান দুই ধরনের। আসিফ আকবর ভাইয়ের সঙ্গে কবির সুমন দাদা’র লেখা ও সুর করা ‘ফেরেনা হারানো দিনগুলো’ গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তার কথা, সুরে গাইতে পারা সৌভাগ্যের বিষয়। ইতোমধ্যে অ্যাপে গানটি শুনে অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। শিগগিরই গানটির মিউজিক ভিডিও করে ইউটিউবে প্রকাশ করা হবে। রুবেল ভাইয়ের সঙ্গে সিনেমার গানটিও সুন্দর। এই গানের জন্যও ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর গানটি নিয়ে অনেকেই ইউটিউবে বেশ সুন্দর সুন্দর মন্তব্য করছেন। আশা করছি, দু’টি গানই আগামীতে শ্রোতা-দর্শকের ভালো লাগবে। এদিকে ২৬ মে লিজা ঢাকার রেডিসন-এ এবং ২৭ মে ঢাকার গলফ গার্ডেনে সঙ্গীত পরিবেশন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।