Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রণদা প্রসাদ সাহার জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ৯:৫৭ পিএম

বর্তমান সময়ে একজন রণদা প্রসাদের বড় অভাব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। আর এ দুটি বিষয় নিয়েই তিনি তার নিজের জীবণকে উৎসর্গ করে গেছেন। রণদা প্রসাদ সাহার ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গত বৃহস্পতিবার বন্দর নগরী নারায়ণগঞ্জে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিন্দ্র কুমার রায়ের সভাপতিত্ব করেন। রণদা প্রসাদ সাহার বর্ণাঢ্য জীবনের উপর আলোচনায় অংশ নেন ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দী, সাবেক সচিব খন্দকার শওকত হোসেন, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সাবেক রাষ্ট্রদূত আনোয়ার হোসেন বুলু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান এবং কুমিুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও রণদা প্রসাদ সাহার পৌত্র রাজীব প্রসাদ সাহা। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও ‘পাক্ষিক অনন্যা’ সম্পাদক তাসমিমা হোসেন বলেন, রণদা প্রসাদের অভাব এখনো পূরণ হয়নি। তার মতো দানবীর আর আসবেন কিনা জানি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ