Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আমন কাটা-মাড়াই শুরু আত্রাইয়ের কৃষকের মুখে হাসির ঝিলিক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ৯:৫৫ পিএম

শস্য ভা-ার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাইয়ে এবার আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সার ও বীজের সংকট না থাকায় উপজেলার প্রতিটি মাঠে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। প্রতিটি মাঠে মাঠে এখন কৃষকরা রোপা আমন ধান কাটা-মাড়াই শুরু করেছে। সরেজমিন উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষক ও মজুররা দলবদ্ধভাবে বিভিন্ন স্থানে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকরা বেশ উৎফুল্লতার সাথে ধান কাটা-মাড়াই কাজ দিন-রাত চালিয়ে যাচ্ছে। রবীঠাকুরের স্মৃতি বিজড়িত মনিয়ারী ইউনিয়নের মাঠে ধান কাটার সময় কৃষ্টপুর গ্রামের কৃষক মোঃ আব্দুল গাফফার জানান, স্বর্ণা-৫ সহ এ জাতের ধান তারা বিঘাপ্রতি ১৬ থেকে ১৮ মণ হারে পাচ্ছেন। আর বাজারে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। তিনি আরো জানান, ধানের এমন দাম পাওয়া গেলে তাদের কোনো সমস্যাও হবে না। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার চলতি মৌসুমে উপজেলায় ৫ হাজার ৮০১ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার জানান, এবার আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সার ও বীজের সংকট না থাকায় এবং আমন আবাদের শুরু থেকেই কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার কারণে উপজেলার প্রতিটি মাঠে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলে তিনি মন্তব্য করেন। কৃষকরা তাদের কষ্টের ফসল মাড়াই সু-সম্পন্ন করতে পারলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও তিনি মনে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ