Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বানারীপাড়ায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ৯:৫১ পিএম

বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বানারীপাড়ার নাজিরপুর ভাইকিং একাদশ টাইব্রেকারে ৪-১ গোলে চ্যাম্পিয়ন এবং লবণসারা একাদশ রার্নাস আপ হয়। প্রাইজ মানি হিসেবে নাজিরপুর ভাইকিং একাদশকে ৩০ হাজার এবং লবণসারা একাদশকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। গত শুক্রবার বিকাল ৪টায় বানারীপাড়ায় ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রুহুল আমীন শুভ। প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, ইউএনও মোঃ শহীদুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা প্রমুখ। একই দিন সন্ধ্যা ৭টায় বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুকের সৌজন্যে চেয়ারম্যান নাইট সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী রিজিয়া পারভীন, আতিক হাসান, বেলী আফরোজ, টিনা মোস্তারী প্রমুখ শিল্পীর পরিবেশনায় সঙ্গীত পরিবেশন করেন। চেয়ারম্যান নাইট অনুষ্ঠানে ঢাকা ও বরিশাল ক্লাবের সদস্য, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, মেয়র, শিল্পপতিসহ গণ্যমান্য ব্যক্তিরা অতিথি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ