Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নয়নের চিকিৎসায় সাহায্যের আবেদন

মাগুরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ৯:৪৮ পিএম

পঁয়ত্রিশ বছর বয়সের তরতাজা যুবক নয়ন। হঠাৎ দুই পা ভেঙে বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন। এক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় নয়নের দুই পা ভেঙে যায়। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, নয়নের পায়ের অপারেশন জরুরি। এতে প্রায় ৭-৮ লাখ টাকার প্রয়োজন।
মাগুরা জেলা শহরের পৌর এলাকার দেড়–য়া গ্রামের দরিদ্র গোলাম মোস্তফার ছেলে মোঃ নয়ন হোসেন (৩৫)। নয়নের বাবা সামান্য বেতনে বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা বিভাগে চাকরি করেন। পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন একমাত্র উপার্জনক্ষম নয়নের বাবা। তার ওপর যুবক ছেলে দীর্ঘদিন বিছানায় পড়ে আছে। নিকট স্বজন ও প্রতিবেশীর কাছ থেকে ধারদেনা করে এতদিন চিকিৎসা চালালেও আর পারছেন না দরিদ্র বাবা। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, বিত্তবান, হৃদয়বানদের কাছে ছেলের চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মোঃ গোলাম মোস্তফা
হিসাব নং-০২০০০০০৬৬৬০১২
অগ্রণী ব্যাংক, খুলনা শাখা
মোবাইল : ০১৭২৪১৭৮৩৮৬ (বিকাশ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ