বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজার উপজেলা সদরের সাব রেজিস্টারের কার্যালয়ের সামনে রাস্তা থেকে ইজি বাইক থামিয়ে জোরপূর্বক চাঁদা নেয়ার সময় রোববার সন্ধ্যায় ওসমান গনি ও গোলাম রাব্বানী নামে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে র্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারকৃত ওসমান গনি উপজেলার রামচন্দ্রদী গ্রামের তাহের আলীর এবং গোলাম রাব্বী কল্যান্দী গ্রামের হিরু মিয়ার ছেলে।
গ্রেফতারকৃতরা র্যাবের কাছে স্বীকারোক্তিতে জানায়, তারা পরস্পরের যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ায় জন্য কলেজ রোড সাব রেজিস্টারের কার্যালয় এলাকায় চলাচলরত ইজিবাইক চালকদের গুরুতর আহত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ইজিবাইক থেকে দৈনিক ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করে আসছে। এ ব্যপারে গতকাল র্যাবের এসআই ইমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।