Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ৩০ নারীকে সেলাই মেশিন দিল কোকা- কোলা আইবিপিএল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ৬:২৯ পিএম

ময়মনসিংহে ৩০জন নারীকে সেলাই মেশিন দিয়েছে কোকা-কোলা ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিএল)। করোনা মহামারির কারণে ভালুকা ও ত্রিশাল উপজেলার ওই ৩০ জন নারী কর্মসংস্থান হারিয়েছিলেন। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ওই নারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

সোমবার (২৩ মে) ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে এসব সেলাই মেশিন তুলে দেন কোকা-কোলা আইবিপিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাপস কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী, কোকা-কোলা আইবিপিএলের ডিরেক্টর অব পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আনোয়ারুল আমিন এবং ডিরেক্টর, লিগ্যাল অ্যাফেয়ার্স আবদুল হান্নানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসন ও ময়মনসিংহ ইয়ুথ ট্রেনিং সেন্টারের উদ্যোগে প্রশিক্ষণ নেওয়ার পর ওই নারীরা কর্মসংস্থানে আবারো প্রবেশের চেষ্টা করছেন। এমন সময় সেলাই মেশিন নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে কোকা-কোলা আইবিপিএল।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহম্মদ এনামুল হক বলেন, ‘কোকা-কোলা ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের এ ধরণের উদ্যোগ বেকারত্ব ঘুচিয়ে নারীদের সাবলম্বী করে তুলবে। করোনা পরবর্তী সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি এই ধরণের বেসরকারি উদ্যোগ সত্যিই প্রশংসার। বেসরকারি পর্যায়ে এ ধরণের উদ্যোগকে সরকারের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই।’

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী বলেন, ‘পরিবারের কেউ কর্মসংস্থান হারালে এর প্রভাব নারীর ওপরই পড়ে সবচেয়ে বেশি। সেই নারীদের ঘুরে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানাই।’

কোকা-কোলা আইবিপিএলের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার ম-ল বলেন, ‘করোনা মহামারির সংকট মোকাবিলায় কোকা-কোলা সামাজিক দায়বদ্ধতা থেকে আগেও বিভিন্ন কর্মসূচি নিয়ে অসহায় ও দুস্থদের পাশে থেকেছে যা এখনো অব্যাহত আছে। আর্থসামাজিক উন্নয়নসহ সমাজের বিভিন্ন ইতিবাচক পরিবর্তনে বিশ্বজুড়েই আমরা কাজ করছি। বাংলাদেশেও এরই অংশ হিসেবে গ্রামীণ নারীদের উন্নয়নে এগিয়ে এসেছি আমরা। সরকারকে ধন্যবাদ আমাদের এ সুযোগ দেয়ার জন্য।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ