Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বড় ভাইয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১২:৩৮ পিএম

বরগুনার পাথরঘাটায় আপন বড় ভাইয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার পাথরঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অপর ভাই। অভিযোগে জানা গেছে, উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের পরিঘাটা গ্রামের বাসিন্দা মৃত শখানাথ বালার ছেলে রণজিত চন্দ্র বালার বসতবাড়ি সংলগ্ন বলেশ্বর নদীর পাশের নিজ ভোগদখলীয় প্রায় ১০০ শতাংশ জমি ২০১৪-১৫ অর্থবছরে সরকার কর্তৃক অধিগ্রহণ করে। রণজিত চন্দ্র বালা কম শিক্ষিত ও সহজ-সরল হওয়ায় সে উক্ত জমির ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করার জন্য তার আপন ভাই কার্তিক চন্দ্র বালা ও তার বন্ধু গুণধর হালদারকে লিখিতভাবে ক্ষমতা প্রদান করেন। পরে কৌশলে কার্তিক চন্দ্র বালা ও তার বন্ধু গুণধর হালদার মাসখানেক পূর্বে ০৪৩০৩১ নং চেকের মাধ্যমে উক্ত জমির মূল্য ৯ লাখ ৩৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। একপর্যায়ে রণজিত চন্দ্র বালা বরগুনা অফিসে যোগাযোগ করে জানতে পারেন যে তার সকল টাকা তার ভাই কার্তিক চন্দ্র বালা ও কার্তিক চন্দ্র বালার বন্ধু গুণধর হালদারের যোগসাজশে উত্তোলন করা হয়েছে। পরে রণজিত চন্দ্র বালা জমির প্রাপ্য মূল্য ভাইয়ের কাছে চাইতে গেলে সে টালবাহানা করে। একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করে। জানা গেছে, ৮০ বছর বয়সের রণজিত চন্দ্র বালার একমাত্র অবলম্বন ছিল ওই জমিটুকু এবং ওই জমির প্রাপ্য অর্থ দিয়েই দুটি ছেলেমেয়েকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলেন তিনি। এ ব্যাপারে অভিযুক্ত গুণধর বালার কাছে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ