Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১১:৫৮ এএম

কক্সবাজার অফিস : কক্সবাজারের টেকনাফ উপজেলায় শুক্রবার রাতে পৃথক দুটি অভিযানে দেড় লাখ পিস ইয়াবা আটক করেছেন বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা। যার আর্থিক মূল্য প্রায় ছয় কোটি (পাঁচ কোটি ৯০ লাখ) টাকা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, শুক্রবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগের ভেতরে ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা।

ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হবে। শুক্রবার রাতেই টেকনাফ স্থলবন্দর সংলগ্ন সাইরং খালের পার্শ্ববর্তী পাহাড়ে অভিযান চালায় কোস্ট গার্ড। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা পেলে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার দাম সাড়ে তিন কোটি টাকা। ইয়াবাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে।

টেকনাফ স্টেশন কর্মান্ডার লে. মোহাম্মদ নাফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ