Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি নায়িকা ছিলাম আছি থাকব-নূতন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১২:০২ এএম

একসময়ের লাস্যময়ী চিত্রনায়িকা নূতন এখন সিনেমায় অনিয়মিত। তবে চলচ্চিত্রাঙ্গণে তার সরব বিচরণ রয়েছে। নিজের ফেসবুকেও নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে ৬৬ বছরের এই নায়িকা পোস্ট দেন। গত শনিবার নূতন নিজেকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে নিজেকে মূল্যায়ণ করে তিনি লিখেছেন, আমি মানুষ যে বয়সেরই হই না কেন, মনে মনে নিজেকে সব সময় নায়িকা ভাবি। আমি নায়িকা ছিলাম আছি থাকবো। মানুষ হওয়ার পরে আমি নায়িকা হয়েই মরবো। তিনি লিখেন, শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আমাকে একবার বলছিলেন, নায়িকারা নায়িকাই হয়। অভিনেত্রীরা অভিনেত্রী আর চরিত্রাভিনেত্রীরা চরিত্রাভিনেত্রী হয়। তুমি নায়িকা হয়ে গেছো নায়িকাই থাকবা। নূতন লিখেন, যদিও প্রয়োজনের তাগিদে বা অভিনয়ের লোভে আমি খলনায়িকা, মা, বোন হয়েছি। তবে মনে-প্রাণে, চলনে-বলনে আমি নিজেকে সবসময় নায়িকাই ভাবি। সেই ৮০-৯০ দশকের মতোই নিয়ম করে ব্যায়াম, খাওয়-দাওয়া ফিল্ম নিয়ে ভাবনা সব একই রকম আছে, শুধু শুটিং নেই। তিনি তার ফেসবুক ভক্তদের উদ্দেশ্যে লিখেন, নায়িকাদের কীভাবে পটাতে হয় জেনে নাও। খালি আপু আপনার ভক্ত, ভালোবাসি, ফেসবুকে যুক্ত হতে চাই বললেই হয় না, এগুলো শুনছি ৩৫ বছর ধরে। ক্রিয়েটিভ হও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ