Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষ একটা দুই চাক্কার সাইকেল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১২:০২ এএম

ইউটিউবে অসংখ্য মানহীন ও নৈতিকতা বির্বজিত নাটকের ভিড়ে মাঝে মাঝে কিছু ভাল নাটকও দেখা যায়। যেখানে আমাদের সমাজ ও সংসারের নীতি-নৈতিকতার বিষয় তুলে ধরা হয়। এমনই একটি নাটক ‘মানুষ একটা দুই চাক্কার সাইকেল’। রাকায়েত রাব্বি রচিত নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, দিলারা জামান ও মুনিরা মিঠু একে আজাদ সেতু, জামশেদ জামান, তানিন তানহা, ফরগান মিল্টন, মোহাম্মদ সালমান, শ্রাবণ সাব্বির প্রমুখ। নাটকের গল্পে দেখা যায়, ফজলুর রহমান বাবু একজন ব্যর্থ বাবা, ব্যর্থ সন্তান এবং ব্যর্থ স্বামী। তিনি তার নিজের দোষে বা নিজের জন্য ব্যর্থ হননি। তার ব্যর্থতার কারণ, স্ত্রী-সন্তানের অনৈতিক আচরণ এবং অস্বাভাবিক চাহিদা। শুধু তাই নয়, স্ত্রী-সন্তানের কারণে তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ মমতাময়ী মাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়েছে তাকে। জীবনের একপর্যায়ে স্ত্রী-সন্তানদের চাহিদা মেটাতে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়তে হয় তাকে। একদিন রিকশায় চড়ে উদ্দেশ্যহীন পথে যাচ্ছিলেন। রিকশাওলার সুখী পরিবারের কথা শুনে সেই রিকশাওলার বাড়িতে যান তিনি। রিকশাওলার বাড়িতে গিয়ে তার সাথে রাতে খেয়ে, খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়েন। নাটকে ফজলুর রহমান বাবুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, স্ত্রীর চরিত্রে মুনিরা মিঠু। নির্মাতা রুবেল আনুশ বলেন, অনৈতিক ভাবে বিলাসিতা করা থেকে নৈতিকতায় থেকে অল্পে সন্তুষ্ট থাকাটাই সুন্দর। এই গল্পে মূলত দুইটা শ্রেণীর মানুষের জীবনধারা দেখিয়ে একটা মেসেজ দেয়ার চেষ্টা করা হয়েছে। নাটকটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ