Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফাস্ট এক্স’ কাস্টে যোগ দিলেন ‘রিচার’ তারকা অ্যালান রিচসন

| প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১২:০২ এএম

টম ক্রুজ অভিনীত ‘জ্যাক রিচার’ সিরিজের দুটি ফিল্ম সাফল্য পেলেও লি চাইল্ডের একই নামের থ্রিলার সিরিজের পাঠকরা ক্রুজকে নিয়ে খুব সন্তুষ্ট হতে পারেনি। কারণ, চাইল্ডের রিচার দীর্ঘদেহী (৬ ফিট ৫ ইঞ্চি) এবং ক্রুজের তুলনায় অনেক বেশি পেশল দেহের অধিকারী (ওজন ২১০ থেকে ২৫০ পাউন্ড, বুকের মাপ ৫০ ইঞ্চি)। সম্ভবত ঠিক এই কারণেই অ্যামাজন প্রাইম ভিডিওর ‘রিচার’ সিরিজের সৃষ্ট। এর অভিনেতা অ্যালান রিচসনের সঙ্গে উপন্যাসের রিচারের অনেক মিল, আর সে জন্যই সিরিজটি খুব জনপ্রিয়তা পেয়েছে এবং রিচসনও পরিচিতি পেয়েছেন ব্যাপক। খ্যাতির সূত্র ধরে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ১০ম পর্ব ‘ফাস্ট এক্স’ কাস্টে অন্তর্ভুক্ত হয়েছেন রিচসন। মিশেল রডরিগেজ, টাইরিস গিবসন, র‌্যাপ গায়ক ক্রিস ‘লুডাক্রিস’ ব্রিজেস, জর্ডানা ব্রুস্টার, নাটালি ইমানুয়েল। আগের কয়েক পর্বে অভিনয় করেছেন ডোয়েন জনসন, জেসন স্টেথাম এবং পরলোকগত পল ওয়াকার। জনসন আর সিরিজে ফিরবেন না জানালেও ডিজেল তাকে এই পর্বে অভিনয়ের আমন্ত্রণ জানিয়েছেন। সম্প্রতি জানা গেছে লুই লেটারিয়ে পরিচালক হিসেবে জাস্টিন লিনের স্থলাভিষিক্ত হয়েছেন, লিন প্রযোজনায় থাকছেন। বর্তমানে নির্মাণাধীন ‘ফাস্ট এক্স’ ১৯ মে, ২০২৩ মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ