Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সিট বইয়ের রমরমা ব্যবসা

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মূলফটক ডেইরি গেট। ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এ পথটি দিয়ে। তাই এর আশে পাশে বসেছে অসংখ্য বই ও সিটের দোকান। যেগুলোর উপর লেখা ১০০% কমনের নিশ্চয়তাসহ আরো অনেক লোভনীয় বাণী। যা দেখে নবীণ এসব শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে অধিক দামে কিনছে। অথচ বইগুলো পড়ে দেখা গেছে, বাজারের অন্য গাইড বইগুলো থেকে কপি করে তৈরী করা হয়েছে এসব বইগুলো। এছাড়াও বইগুলোতে রয়েছে অনেক ভূলতথ্য। সরেজমিন ঘুরে দেখা যায়, হাইলাইটস, ক্রিয়েটিভ হাইলাইটস, ক্লাইম্যাক্স, দি শর্ট সাজেশন, সায়ব, প্রান্তিক, চমক, ফার্মা ইন্সটলার ইত্যাদি নামে বিভিন্ন ধরনের সিট বই তৈরী করা হয়েছে। ৩ থেকে ৫ পৃষ্ঠার এসব সিট বই বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা করে। এভাবে একটি চক্র রমরমা ব্যবসা করে যাচ্ছে নবীণ এসব শিক্ষার্থীদের কাছ থেকে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব সিট বইকে নিষিদ্ধ করেছে তারপরও থামেনি এ চক্রটির ব্যাবসা। তারা এবারও সারি সারি দোকান দিয়ে বসেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী শিক্ষার্থীদেরকে পরামর্শ দিয়েছেন এসব বই না কিনার জন্য। কোন ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি এখনি নিরাপত্তা কর্মকর্তাদেরকে বলে দিচ্ছি তাদেরকে উঠিয়ে দেয়ার জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ