বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাক করে বিকাশে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের আরো ৫ যুবককে আটক করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। তারা হলো লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পূর্বপাড়ার মো. আ. রহিমের ছেলে শাকিল আহমেদ শাকিব, মো. নাজিম উদ্দিনের ছেলে সেলিম আলী, মো. জিয়ারুল ইসলামের ছেলে শান্ত ইসলাম, মহরকয়া ভাঙ্গাপাড়ার মৃত নাজিম প্রামাণিকের ছেলে সোহেল রানা ও মো. শফিকুল ইসলামের ছেলে মুহাইমিনুল। গতকাল শনিবার ভোরে রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১১টি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, আকটকৃতরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে ইমো সফ্টওয়্যারে অবৈধ প্রবেশপূর্বক মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপন করে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারণার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।