বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজারে মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গোপালদী, দাইরাদী. উলুকান্দি, সদাসদি, গাজীপুরা, খাসেরকান্দি, দড়িবিশনন্দী, সদারদিয়াসহ আশপাশের কয়েক হাজার শ্রমিক এ বিক্ষোভে অংশ নেয়। এসময় ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রদী এলাকায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ মিল মালিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা তার বিক্ষোভ কর্মসূচী স্থগিত করে।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, দ্রব্যমূল্যের অব্যাহত বৃদ্ধির ফলে সংসার চালানো তাদের দায় হয়ে দাঁড়িয়েছে। তাই কারখানার মালিকদের কাছে প্রতি গজ গ্রে কাপড়ে এক টাকা করে মজুরী বৃদ্ধি করার প্রস্তাব দেয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে তাদের এই প্রস্তাব একমত পোষন করলেও মজুরী বৃদ্ধি নিয়ে মালিকরা সময়ক্ষেপন করে চলছে। তাই তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। দাবি আদায়ে আন্দোলন ছাড়া তারা (শ্রমিকরা) আর কোন বিকল্প খোঁজে পাচ্ছেনা।
এ ব্যপারে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মজুরী বৃদ্ধির দাবিতে কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। আগামী মঙ্গলবারের মধ্যে মালিক ও শ্রমিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি মিমাংসা করা হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।