Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে : ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৬ কোটি মানুষের নেত্রী। তার বিরুদ্ধে যে কেনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে।
গতকাল (শুক্রবার) নাসিমন ভবন চত্বরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে যুবদল চট্টগ্রাম মহানগরের বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সমাবেশে নগর সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দিতে যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দ্বীপ্তির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, নূর আহমেদ গুড্ডু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ