রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ঘরবাড়ি ও গাছ-পালা। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ও গতকাল শনিবার সকালে বৃষ্টির সাথে শুরু হয় প্রচন্ড ঝড়। এতে বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি, ইকোরচর, তেঁতুলিয়াসহ কয়েকটি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুতের পোল ও বিভিন্ন গাছ ভেঙে গেছে। ফলে ওই এলাকায় বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে।
তেঁতুলিয়া বাজারের ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ঝড়ে বাজারে থাকা একটি বট গাছ সড়কের ওপর ভেঙে পড়ে। এতে বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সারা রাত ও শনিবার দুপুর ১টা পর্যন্ত করাতি দিয়ে গাছ কেটে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিদ্যুতের তার ছিড়ে পড়ার কারণে বিদ্যুৎ লাইনও বন্ধ ছিল। মেরামতের কাজ করেছে। বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস বলেন, বালিয়াকান্দি ইউনিয়নের চরআড়কান্দি, ইকোরচর গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঘর ও গাছপালা লন্ডভন্ড হয়েছে। ১০ মিনিটের ঝড়ে গাছ-পালা ভাঙ্গে গেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হচ্ছে।
বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাসরিন সুলতানা বলেন, এখন পর্যন্ত ক্ষতির কোন তালিকা হাতে পাইনি। চেয়ারম্যানদের বলেছি, তালিকা তৈরি করে জমা দেয়ার জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।