Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রংপুরের রবার্টসন্সগঞ্জ এলাকায় একটি পরিত্যক্ত ঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর তিন নম্বর ইস্পানি ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ওই এলাকার সামসাদ বাব্বির ছেলে ইমান ইসলাম আয়াত (৩) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার রুহুল আমিনের ছেলে শাহরিয়ার আমিন অর্নব (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
এলাকাবাসী জানান, কয়েক দিন আগে অর্ণব তার মামা বাপ্পির বাড়িতে বেড়াতে আসে। আজ আয়াতের জন্মদিন। জন্মদিন উদযাপনের আয়োজন চলছিল। সকালে আয়াত ও অর্ণব চুলা জ্বালানোর জন্য লাকড়ি নিয়ে রিকশাযোগে পরিত্যক্ত ওই ঘরের সামনে দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় ওই ঘরের দেয়ালের সঙ্গে বাঁধা রশিতে রিকশা আটকে যায়। এতে দেয়াল ধসে দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ