Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিবের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ৬:৫৫ পিএম

কক্সবাজারের চকরিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব হাবিবুর রহমানের গাড়ির ধাক্কায় মনির আহমেদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত চালকসহ চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ওই গাড়িতে যুগ্ম সচিব ছিলেন না। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় শনিবার (২১ মে) দুপুর সাড়ে দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনির আহমদের বাড়ি সাতকানিয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডে। তিনি চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকার বরকত মিয়ার হ্যাচারির ব্যবস্থাপক ছিলেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক আজহারুল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িটি হারবাং লালব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মনিরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এ সময় গুরুতর আহত মনির ও গাড়ির চালকসহ আরও চারজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে দুপুর ১টার দিকে মনির মারা যান। চকরিয়ার চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোর্শেদুল আলম ভূইয়া বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ