Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

লৌহজংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ্যাবা গ্রুপের ডাচ্ ডেইরী ফার্ম পরিদর্শন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ৬:২২ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতঘরিয়ায় অবস্থিত এ্যাবা গ্রুপের ডাচ্ ডেইরী ফার্ম পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আজ শনিবার (২১ মার্চ) সকালে মন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত সফরে আসেন অত্যাধুনিক রেস্তোরাঁ প্রজেক্ট হিলশায়। সে সুবাদে প্রেজেন্ট হিলশার চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা শিপনের আধুনিক উন্নতমানের ডাচ ডেইরী ফার্ম পরিদর্শন করেন।

এ সময় তিনি ফার্মের বুল শেড, ডেইরি সেকশন, ম্যাটার্নিটি সেকশন, ভেড়া ও ছাগলের শেড, বায়োগ্যাস প্ল্যান্ট ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ডাচ ডেইরী ফার্মের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বাংলাদেশে এমন সুন্দর ডেইরি ফার্ম নেই। উন্নতমানের এ ফার্ম নির্মাণের উদ্যোগ নেওয়া ফার্ম কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিদর্শন শেষে তিনি দুপুরে প্রজেক্ট হিলশায় মধ্যাহ্নভোজ করে স্থান ত্যাগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ