বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের বাগাতিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো ষষ্ঠ শেণির এক ছাত্রী। আর বিয়ে না করেই বরযাত্রী নিয়ে পালিয়ে গেল বর। গতকাল শুক্রবার উপজেলার জামনগরের রওশনগিরি পাড়ায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার রওশনগিরি পাড়া গ্রামের এক কৃষক তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে পাশের রাজশাহী জেলার সারদা গ্রামের এক ছেলের সাথে ঠিক করেন। শুক্রবার এ বিয়ে হওয়ার কথা ছিলো। এ বিষয়ে সকল আয়োজনও সম্পন্ন করেন মেয়ের বাবা। এদিকে বিয়ের বাড়িতে বরও উপস্থিত হয়। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম কনের বাড়িতে পৌঁছেন। এ সময় বর বরযাত্রী নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে এক হাজার টাকা অর্থদ- অনাদায়ে এক সপ্তাহের কারাভোগের আদেশ দেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।