Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যশোর সীমান্তে স্বর্ণের বারসহ আটক এক

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১২:০১ এএম

যশোর সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১২৪ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকালে চৌগাছার শাহজাদপুর বিওপির অভ্যন্তরে কাবিলপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম নামের ওই পাচারকারীকে আটক করা হয়। তার বাড়ি চৌগাছার কাবিলপুর গ্রামে।
গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ জানান, পাচারকারী কৃষকের বেশে মোটরসাইকেলে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় সে এর আগেও ৬ বার স্বর্ণ পাচার করেছে। সপ্তমবার পাচারের সময় সে বিজিবির হাতে ধরা পড়ে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৪.৪৫০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা। এসময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়। স্বর্ণের বার ও আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ