Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ নেতা ও চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ভিজিএফ-এর চাল আত্মসাৎ

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১২:০১ এএম

নড়াইলের লোহাগড়ায় ভিজিএফ-এর চাল আত্মসাতের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানসহ ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন বাদী হয়ে এই মামলাটি করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১ আগষ্ট কাশিপুর ইউনিয়নের ২৭৭০ জন ভিজিএফ সুবিধাভোগী দুঃস্থ মানুষের মাঝে ঈদুল আজহা উপলক্ষে বিতরণের জন্য ৪১.৫৫০ মেট্রিক টন চাল সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ৮ আগষ্ট তারিখে বরাদ্দকৃত চালের ডিও গ্রহণ করেন এবং গুদাম থেকে ২৪ মেট্রিক টন চাল উত্তোলন করে নিয়ে যান। ইউনিয়ন পরিষদে জায়গা না থাকার অযুহাতে বাকি সাড়ে ১৭.৫৫০ টন চাল লোহাগড়া খাদ্য গুদামে রেখে যান। চেয়ারম্যান মতিয়ার রহমান ওই চাল থেকে ৩.৬০০ টন চাল সারুলিয়া গ্রামের ব্যবসায়ী শাহাবুর রহমানের কাছে বিক্রি করে দেন। ৯ আগষ্ট বিকালে চেয়ারম্যান গুদাম কর্মকর্তা কামরান হেসেন ও চাল ব্যবসায়ী শাহাবুর পরস্পর যোগসাজসে বিক্রি তরা চাল খাদ্য গুদাম থেকে নসিমনে করে নড়াইলের দিকে নিয়ে যেতে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ নড়াইল-যশোর সড়কের বসুপটি চায়না প্রজেক্ট এর সামনে থেকে নসিমনসহ ওই চাল আটক করেন। এ সময় নসিমন চালক কামরুল ও রিয়াজ উদ্দিনকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক খাদ্য গুদামের লেবার সরদার জগন্নাথ কর্মকার নামে আরও একজনকে আটক করে। আটককৃতদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। এদিকে পুলিশ এ বিষয়ে থানায় জিডি করে দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরে প্রেরণ করেন। দুদক কর্তৃপক্ষ অনুসন্ধান শেষে প্রাথমিক সত্যতা পেয়ে কাশিপুর ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান, তৎকালীন খাদ্য গুদাম কর্মকর্তা কামরান হোসেন ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমানের নামে মামলা দায়ের করেন।
মামলার বাদী মোহা. মোশাররফ হোসেন জানান, আসামিরা পরস্পর যোগসাজসে প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ভিজিএফের ৩.৬ টন চাল দুঃস্থদের মধ্যে বিতরণ না করে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে বিক্রি করার ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে ।
কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মামলার বিষয়ে বলেন, গোডাউন থেকে টি আর এর চাল না কী চাল, আর কে তা কিনেছে তার ঠিক নাই। আমি এ বিষয়ে কিছুই জানি না। এই চাল আমার নামে বরাদ্দকৃত ভিজিএফের চাল না । এটা আমার বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ