Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় আবারো অপদ্রব্য পুশকৃত চিংড়ি উদ্ধার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১২:০১ এএম

খুলনায় আবারও রফতানিযোগ্য চিংড়ির ওজন বাড়াতে অপদ্রব্য পুশের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রূপসা টোলপ্লাজায় একটি ট্রাক থেকে ৫৫১ কার্টুন ভর্তি ককশিট তল্লাশি করে ৮৪টি ককশিট থেকে ১ হাজার ৭০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত এই চিংড়ির বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। পুশকৃত চিংড়ির মালিক না পাওয়ায় ট্রাক চালক এবং ডিপো মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। চিংড়িগুলো পরে মাটিতে পুঁতে ফেলা হয়।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে রূপসা টোল প্লাজায় একটি ট্রাক আটক করা হয়। কোস্টগার্ডের ওই অভিযানে ট্রাক থেকে ৬ হাজার ৫০ কেজি জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ছিল ৭৫ লাখ টাকা।
বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশেনের সহ-সভাপতি হুমায়ুন কবীর জানান, দুই দিনে জব্দ করা ৭ হাজার ৮০০ কেজি চিংড়ির বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। বিদেশে এই জেলি পুশকৃত চিংড়ি রফতানিতে দেশের সুনাম ক্ষুণ্ন হয় এবং রফতানি হওয়া চিংড়ি ফেরত আসে। এ কারণে ফ্রোজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, মৎস্য অধিদফতর ও কোস্টগার্ড-এর যৌথ টিম অভিযান পরিচালনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ