Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় অজ্ঞাত রোগে মারা গেছে ১২ লিচু গাছ : হতাশায় বাগান মালিক

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১২:০১ এএম

অজ্ঞাত রোগে মাগুরার শীবরামপুর এলাকার বাটিকাডাঙ্গা একটি লিচু বাগানের ১২টা লিচু গাছ হঠাৎ করে মারা যাওয়ায় বাগান মালিক চরম ক্ষতির সম্মুখীন। হতাশ হয়ে পড়েছেন তিনি। কি করবেন ভেবে পাচ্ছেন না।
ব্যবসায়ীক ভিত্তিতে ঐ গ্রামের মনোয়ার হোসেন লিচুর বাগান করে লিচুর আবাদ করেন। এবার লিচুর ফলনও হয়েছে ভাল। তিনি যখন লিচু বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময় তার বাগানের ১২টি লিচু গাছ প্রচুর পরিমান পাকা লিচুসহ শুকিয়ে মারা যায়। কি রোগে কি কারণে গাছগুলো মারা গেল তিনি বুঝতে পারছেন না। এভাবে গাছ মরতে আগে দেখা যায়নি। তিনি অবিলম্বে রোগ শনাক্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য কৃষি বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন।

ব্যবস্থা নিতে দেরি হলে চরম ক্ষতির সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে চাষিদের। কৃষি বিভাগ ও এর কারণ নির্ধারণ করতে পারেনি বলে জানান। তবে কারণ নির্ধারণ ও প্রতিকারের জন্য তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ