রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরে ছোট ভাই জনি শেখকে হত্যার দায়ে বড় ভাই জাহাঙ্গীর শেখকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন। এর সাথে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করা হয়। মামলায় অপর আসামি জাহাঙ্গীর শেখের স্ত্রী বিলকিস বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জানুয়ারি পারিবারিক কলহের জেরে ছোট ভাই জনি শেখ কে মারপিট করে বড় ভাই জাহাঙ্গির শেখ। এতে গুরুতর আহত হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। পরের দিন ৮ জানুয়ারি নিহতের স্ত্রী পলি বেগম বাদি হয়ে নাটোর সদর থানায় জাহাঙ্গীর শেখ এবং তার স্ত্রী বিলকিস বেগমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ৫ বছর ধরে শুনানি শেষে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক গত বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।