Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেজর এম এ জলিলকে মরণোত্তর খেতাব দেয়ার দাবি

২৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সেক্টর কমা-ার মেজর এম এ জলিলকে মরণোত্তর খেতাবে ভূষিত করার দাবি জানিয়েছে বরিশাল বিভাগ সমিতি। গতকাল ১৮ নভেম্বর বরিশাল বিভাগ সমিতি মিতিঝিলের একটি হোটেলে আয়োজিত মেজর এম এ জলিলের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির দুলু। বক্তব্য রাখেন ঢাকার সাবেক সিএমএম মো: আব্দুল মজিদ মিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: ইউসুফ আলী হাওলাদার, উত্তরা ব্যাংকের সাবেক জিএম এম এ রশিদ, জনতা ব্যাংকের সাবেক এজিএম মো: আব্দুস সোবাহান, শ্রমিক নেতা শরীফ সরোয়ার আশা, সমিতির দফতর সম্পাদক কর্পোরাল (অব:) আব্দুল আউয়াল হাওলাদার।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলসহ বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় ৯ নম্বর সেক্টরের অনেক মুক্তিযোদ্ধাই খেতাব থেকে বঞ্চিত হয়েছেন। তাই বর্তমান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী সরকারকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে মরণোত্তর খেতাব প্রদানের জন্য জোর দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ