প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘদিন ধরেই সংগীত জগতে কাজ করে যাচ্ছেন সংগীত শিল্পী শেখ মহসীন। তার বেশ কিছু গান শ্রোতামহলে প্রশংসিতও হয়েছে। বিশেষ করে গত বছর প্রকাশ পায় তার নতুন একক অ্যালবাম ‘ময়না’। জি-সিরিজ থেকে প্রকাশ পাওয়া এ ফোকনির্ভর অ্যালবামের গানগুলো প্রশংসিত হয়। ‘ময়না’ শিরোনামের গানটির একটি ব্যয়বহুল ভিডিও প্রকাশ করেন মহসীন। এ গানটির অডিও এবং ভিডিও বেশ সাড়া ফেলে গান পাগল শ্রোতা-দর্শকের মাঝে। আর তার ধারাবাহিকতায় নিজের নতুন একক অ্যালবামের কাজ ইতিমধ্যে শুরু করেছেন শেখ মহসীন। এবার আধুনিক ফোক গান নিয়েই নিজের এ অ্যালবামটি সাজাচ্ছেন তিনি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ একক। খ্যাতিমান কয়েকজন গীতিকারের লেখা গান নিয়ে এইবারের অ্যালবাম তিনি সাজাছেন। সব গানের সুর করছেন শেখ মহসীন নিজে। আর সংগীতায়োজনে থাকবেন সচী শামস। নিজের এ অ্যালবাম প্রসঙ্গে মহসীন বলেন, আমি সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। এবারের অ্যালবামটিও সময় নিয়ে করছি। দেশের জনপ্রিয় গীতিকবিরা এখানে গান লিখছেন। বেশ কিছু গানের সুর আমি করছি। মূলত বাণীনির্ভর গানে অ্যালবাম করছি। বেশির ভাগ গানই আধুনিক ফোক। আমার আগের গানগুলোতে বেশ সাড়া পেয়েছি। আমার বিশ্বাস নতুন গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।