Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে টাঙ্গাইলে মহাসড়ক অব‌রোধ করলো শিক্ষার্থীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ৯:৫৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রী‌দের উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষক‌কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিশিরের শা‌স্তির দাবিতে মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করেছে।

আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলার সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কে যান চলাচল আধাঘণ্টা বন্ধ থা‌কে। প‌রে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্ত শিশির উপজেলার সল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু নাসিরের ছেলে।

জানা গেছে, উপজেলার জসল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষ‌য়ের শিক্ষক সুশান্ত কুমার সূত্রধর (দীপক) বিদ্যালয়ের ছাত্রী‌দের ইভটিজিংয়ের প্রতিবাদ ক‌রেন। এতে স্থানীয় শি‌শির ক্ষিপ্ত হ‌য়ে বিদ্যালয়ে গি‌য়ে ওই শিক্ষক‌কে লাঞ্ছিত ক‌রেন। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বি‌ক্ষোভ ক‌রে। পরবর্তীতে শিক্ষার্থী শিশিরকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অব‌রোধ ক‌রে।

সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জানান, বিদ্যালয়ে যাওয়া আসার সময় মাঝে মধ্যেই শিশির ছাত্রীদের উত্ত্যক্ত করে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বখাটে শিশিরকে গ্রেপ্তার ক‌রে আইনের আওতায় আনার দাবি করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা জানান, শিক্ষক লাঞ্ছনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষকদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শিশিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, স্কুলশিক্ষক‌কে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নি‌য়ে‌ছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ