বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর ওমর ফারুক বাবু নামের এক কলেজ ছাত্রসহ পৃথক স্থান থেকে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ২ জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার বড়নারায়নপুর গ্রামের রফিক মাস্টারের ভাগিনা সাটুরিয়া কালু শাহ ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র ওমর ফারুক বাবুর মা বাবার মৃত্যুর পর মামার বাড়ি বড়নারায়নপুর গ্রাম থেকে লেখাপড়া করে আসছিল। গত বুধবার দুপুরের দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। সারাদিন কলেজ ছাত্র বাবুকে না পেয়ে তার মামা রফিক মাস্টারসহ অন্যান্যরা কাওয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিখোঁজের বিষয়টি জানান। সারারাত খুঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার সকালের দিকে নিখোঁজ কলেজছাত্রের লাশ বাড়ির পাশেই একটি পরিত্যাক্ত ডোবার মধ্যে ভাষমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে কাওয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মজিবুর রহমান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
অপরদিকে, সোমভাগ ইউনিয়নের শৈলান এলাকায় নিজ বাড়ি থেকে জমিলা খাতুন নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রাতে ঘরের কলাপসিবল গেইটে তালা দিয়ে ঘুমাতে যায় বৃদ্ধা। কিন্তু সকালে গেট খোলা দেখে সন্দেহ হয় পরিবারের। ঘরে গিয়ে দেখে বৃদ্ধার লাশ খাটের উপর পরে আছে। কিন্তু সন্দেহের তীর ঘুরপাক খেতে থাকলেও পরিবারের লোকজনের কোন প্রকরের অভিযোগ নেই। অনেকেই ধারনা করছে এই খুনের সাথে বৃদ্ধার পরিবারের কেউ জড়িত থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে বলে জানান ধামরা থানার এস আই মফিজুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।