বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে এ্যাম্বুলেন্স ও বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোগীসহ ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমার জানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি কর হয়। তাদের মধ্যে এ্যাম্বুলেন্সের চালক ইস্কান্দারের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন। শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়া হয়েছে। ইস্কান্দার ঢাকার ধানমন্ডিতে বসবাস করেন বলে জানা গেছে। আহতদের বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী এ্যাম্বুলেন্স ও ঢাকাগামী বালু ভর্তি ট্রাক মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে। এতে ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয় এবং উভয় গাড়ী মহাসড়কের নীচে পড়ে যায়।
এ ঘটনায় এ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে গিয়ে এ্যাম্বুলেন্সের চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনা পর হাইওয়ে ও থানা পুলিশ এবং মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।