Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে বন্যায় বেড়েছে দূর্ভোগ: দোয়ারায় সেতু ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ছাতক (সুনামগঞ্জ) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ৭:৪২ পিএম | আপডেট : ৭:৪৩ পিএম, ১৯ মে, ২০২২

সুনামগঞ্জের ছাতকে বন্যায় বেড়েছে মানুষের দূভোর্গ। উপজেলার প্রতিটি গ্রামের বসতবাড়িগুলোতে প্রবেশ করেছে পানি। রাস্তাঘাট ব্রিজ কালভার্ট পানির নিচে। সব এলাকা এখন বন্যায় প্লাবিত। এ পর্যন্ত উপজেলার প্রায় লাখো মানুষ পানিবন্দি রয়েছেন। পানি বৃদ্ধির কারনে এখন সারা দেশের সাথে ছাতকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বন্যার পানিতে পৌর এলাকার বাঁশখলা, চরেরবন্দ, মন্ডলীভোগ, দক্ষিণ বাগবাড়ী, ভাজনামহলসহ বেশীর ভাগ অলিগলিতে পানি ডুকে পড়ায় পরিবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার লোকজন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী সুরমা নদীর পানি বিপদসীমার ৯.০৫ সেন্টিমিটর উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

সড়কে ও দোকান ও মার্কেটের সামনে বন্যার পানি থাকায় বন্ধ রয়েছে বেশীর ভাগ দোকান-পাঠ। বর্তমানে বন্যা দূর্গতদের জন্য ৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে প্রায় দেড় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। দূর্গতদের জন্য দিনভর প্রায় দুই শতাধিক পরিবারকে শুকনা খাবার বিতরন করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ অসহায় লোকজনের তুলনায় সরকারী ত্রান অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, বন্যায় উপজেলার ইসলামপুর, নোয়ারাই, কালারুকা, ভাতগাঁও, সিংচাপইড়, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, জাউয়াবাজার ও চরমহল্লা, দোলারবাজার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-অাফজলাবাদ ইউনিয়নসহ সব ক'টি এলাকা প্লাবিত। বন্যায় এরই মধ্যে প্রায় ছোট-বড় ৫০টি মৎস্য খামারের মাছ ঢলের পানিতে ভেসে গেছে। উপজেলার অধিকাংশ গ্রামীন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার নিচু এলাকার শাক-সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বন্যা দূর্গত প্রত্যন্ত অঞ্চলের গৃহপালিত পশুর গো-খাদ্য সংকটে বিপাকে পড়েছেন শত শত কৃষক পরিবার। ঢলের পানির প্রবল শ্রেুাতের কারনে আতংকে রয়েছেন সুরমা নদী তীরবর্তী মানুষ। বন্যার পানির প্রবল শ্রুোতে ছাতক-দোয়ারা ভায়া সুনামগঞ্জ সড়কের বিয়ানিবাজার এলাকার একটি সেতু ভেঙ্গে পড়েছে। এতে জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্যার সকল খবরা-খবর নেওয়া হচ্ছে। উপজেলার বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বন্যা দূর্গতদের জন্য সরকারী ভাবে ত্রাণ বিতরন চলছে। বন্যা দূর্গত ক্ষতিগ্রস্থদের তালিকা করে ত্রান বিতরর করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ