Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোশাক কারখানা উন্নয়নের কাজ করবে বাংলাদেশ : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা কনফিডেন্ট যে ২০১৮ সালে আমরা সক্ষমতা অর্জন করতে পারব। অ্যাকর্ড ও অ্যালায়েন্স ছাড়া আমরাই পোশাক কারখানার উন্নয়নে কাজগুলো করতে পারব। আমরা মনে করি না, ২০১৮ সালের পর আর অ্যাকর্ড ও অ্যালায়েন্সের আমাদের এখানে থাকার প্রয়োজন আছে। ২০১৮ সাল থেকে এই দায়িত্বটা লেবার মিনিস্ট্রির পক্ষ থেকে আমরা নেব বলে তিনি জানান। গতকাল ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির প্রধান বেরন্ড লেনডির নেত্বত্বে ১৭ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এ কথা জানান। দুই জোটের সঙ্গে করা পাঁচ বছরের চুক্তির মেয়াদ  শেষ হবে ২০১৮ সালের জুলাই মাসে। প্রতিমন্ত্রী বলেন, আমরা ইন্সপেক্টরদের ট্রেনিং দিচ্ছি এবং  রেমিডিয়েশন কো-অর্ডিনেশন (আরসিসি) সেল গঠন করেছি। রাজউক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার, পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, ফায়ার সার্ভিস অর্থাৎ ফ্যাক্টরির নিরাপত্তার জন্য কমপ্লায়েন্সের জন্য যেসব ডিপার্টমেন্ট রয়েছে, এক্সপার্ট রয়েছে তাদের নিয়ে আমরা আরসিসি গঠন করেছি। তাদের আমরা ব্রিফ করছি। প্রয়োজনে তাদের আমরা প্রশিক্ষণ দেব। প্রতিনিধিদল অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সময় বৃদ্ধির বিষয়ে কিছু বলেছে কি নাÑ একজন সাংবাদিক জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে স্পেসিফিক (সুনির্দিষ্ট) কিছু বলেনি তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ