Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মওলানা ভাসানীর অবস্থান ছিল মজলুমের পক্ষে -উর্দূভাষী কাউন্সিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আফ্রোশিয়া ল্যাটিন আমেরিকান মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইন্ডিয়ান বংশোদ্ভূত উর্দূভাষী সংখ্যালঘু কাউন্সিল বাংলাদেশ গতকাল সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনের প্রেসিডেন্ট মো. শামীম এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন ভাইস চেয়ারম্যান গোলাম রসূল, সেক্রেটারি জেনারেল মো. আফজাল ওয়াসী, কোষাধ্যক্ষ মোঃ রিয়াজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা ডলি, শিক্ষা বিষয়ক সচিব জহুর মাস্টার, দপ্তর সচিব মোঃ মিন্টু ওয়ার্সী, প্রচার সম্পাদক মোঃ আজাদ নাদিম প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন মওলানা ভাসানী মনে প্রাণে বিশ্বাসী একজন আল্লাহ প্রেমিক নেতা ছিলেন। আর সে কারণেই তিনি হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের নিরাপদে জীবন যাপনে জনগণকে সাথে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছেন। ক্ষমতা কিংবা অর্থের লোভ-লালসা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই অবৈধ ক্ষমতা দখলদারীরা। তারা আরো বলেন ভাসানী আসামে বাঙালী মুসলমান খেদাও চক্রান্ত প্রতিহত করে বাঙালী মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে হিন্দুস্থানে গৃহবন্ধি করে রাখা হলেও তাকে আধিপত্যবাদের অনুসরণকারী করা যায় নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ