Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগর-গাইবান্ধার ঘটনায় ক্ষমতাসীন দল ও প্রশাসন জড়িত : ড. কামাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাসিরনগর ও গাইবান্ধার ঘটনায় ক্ষমতাসীন দলের নেতা ও প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল এক বিবৃতিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু বলেন, নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে আক্রমণ-অগ্নিসংযোগ ও গাইবান্ধায় সাঁওতালদের স্থাপনা উচ্ছেদ, গুলি, অগ্নিসংযোগের ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। স্থানীয় জনগণ-সাংবাদিক সবাই জানেন এবং বলেছেন এসব ঘটনার সাথে কারা জড়িত। কাদের উসকানিতে এসব ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও প্রশাসন জড়িত। কিন্তু দুঃখের বিষয় প্রশাসন দোষীদের বিষয়ে সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাদের নাম বাদ দিয়ে গা বাঁচানোর জন্য যেনতেন রিপোর্ট পেশ করেছে; যা জনগণের কাছে অগ্রহণযোগ্য। আমরা অবিলম্বে নাগিরনগর ও গাইবান্ধার ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখির দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ