Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে এলএনজি প্রকল্প বাস্তবায়নে আগ্রহী ইরান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইরানের চাবাহার সমুদ্র বন্দরের নিকটবর্তী শিল্পাঞ্চলে বাংলাদেশ ও ইরানের যৌথ বিনিয়োগে ইউরিয়া সারকারখানা স্থাপনের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে ইরান। এছাড়া চট্টগ্রামে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজি দেহনাভি এ আগ্রহের কথা জানান। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এছাড়া এ সময় দু’দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে যৌথ অর্থনৈতিক কমিশনের কার্যক্রম চালুর বিষয়ে ঐকমত্য হয়েছে। শিল্পমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরো গভীর করতে দু’দেশের মধ্যে বিনিয়োগ ও সফর বিনিময় বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে তিনি বাংলাদেশের সঙ্গে ইরানের সরাসরি বিমান ফ্লাইট চালুর প্রস্তাব করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ