Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ার নাটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১৩০ মিলিয়ন ডলারের চুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কলেজের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মালয়েশিয়ার নাটিংহাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ার একটি হোটেলে এ চুক্তিতে স্বাক্ষর করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হারুন অর রশিদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এমএ মান্নান, প্রফেসর হামিদুল হক ও নাটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া শাখার প্রভোস্ট ও প্রধান নির্বাহী ডক্টর গ্রাহাম ক্যান্ডেল। এসময়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালয়েশিয়া থেকে প্রবাসী সাংবাদিক মোস্তফা ইমরান রাজু এ তথ্য জানিয়েছেন।
 সিইডিপি নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এ প্রকল্পের সার্বিক দায়িত্বে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৩০ মিলিয়ন ডলারের চুক্তি অনুযায়ী ২০১৭ সাল থেকে দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় ব্যবাস্থাপনা একাডেমির শিক্ষকদের প্রশিক্ষণ দেবে নাটিংহ্যাম বিশ্ববিদ্যালয়। এসময় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো: শহীদুল ইসলাম, দূতাবাস কর্মকর্তা তাহমিনা বেগম ও নাটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ