বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আমতলীতে ৫ গোশতের দোকানে অভিযান পরিচালনা করে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম এ জরিমানা করেন। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।
আমতলী পৌরসভার সরকারী একেস্কুল সংলগ্ন ও বাঁধঘাট নতুন বাজারে অবস্থিত ৫ গোশতের দোকানে গতকাল এ অভিযান পরিচালনা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই ও ভেজাল গোশত বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে সরকারী একে স্কুল সংলগ্ন কসাই জলিলকে ২৫ হাজার, নতুন বাজারের শাহজাহান দুয়ারিকে ২০ হাজার, আব্দুর রহমানকে ২০ হাজার, শাহজাহান মৃধাকে ২০ হাজার ও জাকির আকনকে ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তার সাথে ছিলেন আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল ইসলাম ও আমতলী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. কবির হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।